ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার ঢাকাবাসীর প্রতি আহ্বান তাপসের

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহার দ্বিতীয় দিনের মধ্যে পশু কোরবানি সম্পন্ন করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এবং ঢাকাবাসীকে ঈদ আনন্দ উপহার দিতে টানা ৭২ ঘণ্টা কাজ করার পর এ কাজে নিয়োজিত জনবলের বিশ্রাম ও তাদের ঈদ আনন্দ উপভোগের সুযোগ করে দিতে চাই। এজন্যই ঢাকাবাসীর প্রতি এ অনুরোধ।

বুধবার খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমাদের দীর্ঘদিনের সংস্কৃতিতে তৃতীয় দিনেও পশু কোরবানি দেওয়া হয়। এতে বর্জ্য ব্যবস্থাপনা কাজের সঙ্গে যুক্ত কর্মীরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হন। আমরা প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যেই কোরবানি সম্পন্ন করলে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। মানবিক দিক বিবেচনা করে আমরা এই নিবেদনটা করব।

তিনি বলেন, গতবারের মতো এবারও আমরা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করতে পারব।

ঢাকাবাসীকে এডিস মশার প্রজননস্থল সম্পর্কিত তথ্য প্রদানের আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আপনাদের নজরে যদি কোথাও পানি জমে থাকে অথবা এডিস মশার লার্ভা থাকতে পারে বলে মনে হয়, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে তথ্য দেন। তাহলে আমাদের জনবল যথাযথ ব্যবস্থা নিতে পারবে।

এ সময় ডিএসসিসির সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।