ঈদের পর প্রথম কর্মদিবসে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

মো. সাইফুল ইসলাম:
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ রোববার (২ জুলাই) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিষয়টি নিউজ পোস্ট বিডিকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসনে।

তিনি জানান, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার।

এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সবাইকে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও টিম ডিএমপি একত্রে থেকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ উপলক্ষে উপস্থিত সকল কর্মকর্তা/কর্মচারীদের মিষ্টিমুখ করানো হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম-পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মচারীরা।