ঈদের পর রাজধানীতে ৫০৫ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

সাইফুল ইসলাম:
রাজধানীতে ঈদের পর  গত এক সপ্তাহে ৫০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রোববার (৯ জুলাই) রাতে নিউজ পোস্ট বিডিকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার  উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৪৬ জনকে, লালবাগ বিভাগ ৭৩ জনকে, মতিঝিল বিভাগ ৪৪ জনকে, ওয়ারী বিভাগ ২৭ জনকে, তেজগাঁও বিভাগ ১৮৭ জনকে, মিরপুর বিভাগ ৬৬ জনকে, গুলশান বিভাগ ১১ জনকে ও উত্তরা ৫১ জনকে গ্রেফতার করেছে।

ফারুক হোসেন বলেন, গ্রেফতার ছিনতাইকারীদের বিরুদ্ধে মোট ২০৮টি মামলা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগের সংশ্লিষ্ট থানায় ২৩টি, লালবাগ বিভাগে ৩৫টি, মতিঝিল বিভাগে ১৫টি, ওয়ারী বিভাগে ১৩টি, তেজগাঁও বিভাগে ৭৩টি, মিরপুর বিভাগে ৩২টি, গুলশান ৭টি ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট থানায় ১০টি মামলা হয়েছে।ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই  কর্মকর্তা।