উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীর মনোনয়ন কে দেবেন, জানতে চেয়েছে ইসি

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

মোঃ সাইফুল ইসলামঃ 

আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন কে দেবেন- তা দলগুলোকে জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সংস্থাটির জনসংযোগ পরিচালক শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন। আগামী ২৯মে বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৫ এর উপবিধি (৩)(গ)(ইইই) অনুযায়ী চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাহাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা বর্ণিত বিধি অনুযায়ী তফসিল ঘোষণার ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রেরণের জন্য এবং একই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠাতে হবে।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২রা মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ই মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ই মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ই মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ই মে এবং ভোট ২৯শে মে। এই ধাপে ৪৭ জেলার ১১২ উপজেলায় ভোট হবে।