উপজেলা পরিষদের চারটি গাছ কাটলেন প্রধান শিক্ষক

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের ভেতর থেকে অনুমতি ছাড়া চারটি গাছ কেটেছেন উপজেলা কমপ্লেক্স কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় তাঁকে গত মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের ভেতর স্থাপিত পাবলিক লাইব্রেরির সামনে ১৯৯৯ সালে উপজেলা কমপ্লেক্স কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে সেখানে পাবলিক লাইব্রেরির ভবন দখলে নিয়ে স্কুল ভবন তৈরি করা হয়। সেখানে স্কুলের পাশে বেশ কয়েকটি গাছ ছিল। এসব গাছের মধ্যে দুটি মৃত। কিন্তু গত শুক্র, শনি ও রোববার রাতে একটি তেঁতুল, দুটি আকাশি ও একটি শিশুগাছ কেটে ফেলেছেন ওই কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন। এ গাছ কাটার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি দরকার হলেও তিনি অনুমতি ছাড়াই সেগুলো কেটেছেন। এ ছাড়া ওই শিক্ষক সেখানে অবস্থিত আরও একটি ফলের গাছ কাটার পাঁয়তারা করছেন বলে গুঞ্জন রয়েছে।
উপজেলা কমপ্লেক্স কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন গাছ কাটার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, স্কুল ভবনের টিনের চাল গাছের জন্য নষ্ট হয়ে গেছে। ভেতরে পানি পড়ে। তাই ইউএনও কার্যালয়ের লোকজনের মৌখিক অনুমতি নিয়ে গাছ কেটেছেন। আরও একটি ফল গাছ কাটা দরকার। এগুলোর লিখিত অনুমতি নিতে হলে ঢাকায় যেতে হয়; দীর্ঘসূত্রতা আছে।

এ বিষয়ে কাপাসিয়ার ইউএনও একেএম লুৎফর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। কোনো মৌখিক অনুমতি দেওয়া তো দূরের কথা, এ বিষয়টি তিনি একদম জানতেন না। গাছ কাটার ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে।