উয়েফা নেশন্স লিগ দুর্দান্ত কামব্যাকেও কপাল পুড়ল ইতালির, সেমিতে জার্মানি

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

সিগন্যাল ইদুনা পার্কের বিখ্যাত ইয়েলো ওয়াল আজ পুরোপুরি ছিল সাদা জার্সির দখলে। ৮১ হাজার মানুষের সমাগম। ডর্টমুন্ড শহরের এই মাঠ সবসময়ই বিখ্যাত ফুটবলীয় উন্মাদনার জন্য। সেটা মিথ্যে হয়নি আজও। নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি এবং জার্মানি। দুই দল মিলে গোল করেছে ৬টি। ম্যাচ হয়েছে ড্র।

কিন্তু আগের লেগে ২-১ গোলে জয়ের সুবাদে সেমিফাইনালের টিকিট কেটেছে জার্মানিই। ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠেই ফ্যাবিও গ্রোসো আর আলেহান্দ্রো দেল পিয়েরোর গোলে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ইতালি। ১৯ বছর পর সেই একই মাঠে দুর্দান্ত খেলেও হার মানতে হলো তাদের।

ম্যাচের ফলাফল জার্মানির পক্ষে গেলেও দুর্দান্ত এক খেলায় মন জয় করেছে তারাই। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের অসাধারণ এক কামব্যাক দেখিয়েছে লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যরা। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জার্মানি। বাধ্য হয়েই নিজেদের খোলসে গুটিয়ে রাখতে বাধ্য হয়। টানা আক্রমণের পর সাফল্য পেতে অবশ্য ৩০ মিনিট ধৈর্য রাখতে হয়েছিল স্বাগতিকদের। কিন্তু পরের ১৫ মিনিটেই আদায় করে নেয় আরও দুই গোল।

ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জার্মানি। বাধ্য হয়েই নিজেদের খোলসে গুটিয়ে রাখতে বাধ্য হয়। টানা আক্রমণের পর সাফল্য পেতে অবশ্য ৩০ মিনিট ধৈর্য রাখতে হয়েছিল স্বাগতিকদের। কিন্তু পরের ১৫ মিনিটেই আদায় করে নেয় আরও দুই গোল। ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে আরও এক গোল দরকার ছিল আজ্জুরিদের। কিন্তু এরপর বেশ কিছুক্ষণ খেলা চললেও গোল পায়নি কোন দলই। তাতেই সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানি।