
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনী শনিবার রাতে ঢাকার মিরপুরের বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশের কাছে তাঁকে সোপর্দ করে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি জয়লাভ করেন।
ঢাকার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম রোববার সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করার অভিযোগ রয়েছে।