এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষার্থীদের

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৪

রাজবাড়ী  প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন।
গত ৩১ জুলাই রাজবাড়ী সরকারি কলেজের অফিসিয়াল প্যাডে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় না বসার জন্য একটি বিবৃতি প্রকাশ করলে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিবৃতিতে তারা জানান, আমরা রাজবাড়ী সরকারি কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন পর্যন্ত সকল অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য সাধারণ মানুষদের মুক্তি দেওয়া হবে, অন্যায়ভাবে নির্বিচারে গুলি চালিয়ে শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হত্যার বিচার না করা হবে, ততদিন পর্যন্ত রাজবাড়ী সরকারি কলেজের কোনো এইচএসসি পরীক্ষার্থী ঢাকা বিভাগের চলমান পরীক্ষায় অংশগ্রহণ করব না।
গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সকল এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, আমরা সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ২০২৪ ব্যাচের পরীক্ষার্থী এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন পর্যন্ত না অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয়, ততদিন পর্যন্ত সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের কোনো পরীক্ষার্থী ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

বিবৃতিগুলো শিক্ষার্থীদের নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলেন, আমাদের দাবি দাওয়া না মানলে আমরা পরীক্ষায় বসব না।

এ বিষয়ে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন বলেন, শিক্ষার্থীরা যে বিবৃতি দিয়েছে এ বিষয়ে আমার ও আমার কলেজের কোনো শিক্ষকের জানা নেই। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আমার কলেজের কোন শিক্ষক এ বিষয়ে জানলে তারা বিষয়টি আমাকে জানাতো। তারপরও যেহেতু কথাটি উঠেছে তাহলে এ বিষয়টি আমি তদন্ত করে দেখব।