
ক্রীড়া ডেস্ক :
গেল বছরের শেষ দিক থেকেই বাংলাদেশে ছিলেন না ডেভিড হেম্প। ছুটি কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট। যদিও বিসিবি’র সঙ্গে হেম্পের চুক্তি রয়েছে আরও এক বছর তথা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। তবে এবার হেম্প কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে।
আগামী মাসে বাংলাদেশ নারী দলের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব রয়েছে। সেখানে ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে হেম্পকে। পরে যোগ দিবেন বিসিবির হাই পারফর্মম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে। আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এইচপি দল। সেই সিরিজের আগে এইচপির সব বিভাগের জন্য কোচিং স্টাফ নিয়োগ দিতে চায় বিসিবি।
সেক্ষেত্রে আলোচনায় এইচপির ব্যাটিং কোচ কে হবেন। আলোচনায় রয়েছেন দেশীয় কয়েকজন কোচ। তার মধ্যে জোর গুঞ্জন হান্নান সরকার এবং রাজিন সালেহকে নিয়ে। এই দুই সাবেকের মধ্যে একজনকেই দেখা যাবে ব্যাটিং কোচের দায়িত্বে। অতীতে এইচপির হয়ে দায়িত্ব পালন করেছেন দুজনই।
এদিকে জাতীয় দলের হয়ে আপাতত ব্যাটিং বিভাগের দেখাশোনা করছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।