ডেস্ক রিপোর্ট:
একবার চার্জে ৮০ থেকে ৯৫ কিলোমিটার চলবে নতুন ই-বাইক লুইআন এমওকে। ৮৪ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট।
বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এমওকে মডেলে আছে অত্যাধুনিক এনএফসি ফিচার, যেটি ব্যবহার করে গ্রাহকরা চাবি ছাড়া শুধু ট্যাপ করে বাইকটি চালু এবং বন্ধ করতে পারবেন।
৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা রয়েছে এতে। এর দাম ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা। ক্যাম্পেইন উপলক্ষে বর্তমানে এটি ১ লাখ ৩৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।এছাড়া লুইআন এমওয়াইসি ই-বাইক একবার চার্জে চলবে ৮০ থেকে ৯৫ কিলোমিটার। ৮৩ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
এমওকে মডেলের মতো লুইআন এমওয়াইসিতেও রয়েছে এনএফসি ফিচার। রয়েছে ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা। বাইকটির দাম ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। ক্যাম্পেইন উপলক্ষে বর্তমানে এটি ১ লাখ ৪৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
লুইআন দুইটি মডেলের ই-বাইক বাজারজাত করছে ডিএক্স গ্রুপ। এ প্রসঙ্গে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, নতুন বাংলাদেশ আমাদের একটি টেকসই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমরা সবাইকে নিয়ে এই স্বপ্নের পথে এগিয়ে যেতে চাই। এই ইলেকট্রিক স্কুটারগুলো অত্যাধুনিক এবং সাশ্রয়ী।