নিজস্ব প্রতিবেদক:
শুরু হলো একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। আগামী ২ নভেম্বর পর্যন্ত সংসদ চলবে বলে অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। চলতি একাদশ সংসদে এটিই হবে শেষ অধিবেশন।
সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলির সদস্য মনোনয়ন দেন। এবারের সভাপতিমণ্ডলির সদস্যরা হলেন আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তানভীর শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও নার্গিস রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলির সদস্যরা সংসদের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন। পরে স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন।
সচিবালয়ের সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ উকিল আব্দুস সাত্তার এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে। রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনও এমপি মারা গেলে তার জন্য আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হয়।