এক্সপ্রেসওয়েতে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের সার্ভিস লেনে একটি তেলের গাড়িতে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের মেসার্স সামছু ফিলিং স্টেশনের সামনে থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তাদের কাছ থেকে ডাকাতি করা তেলবাহী ট্রাক ও ১৪ ব্যারেল পাম তেল উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, একটি ওয়াকি-টকি ও ১টি কাঠের লাঠি জব্দ করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গত ২২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া যাত্রী ছাউনির পাশে ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল পাম তেলসহ একটি ট্রাককে হায়েস গাড়ি দিয়ে ব্যারিকেট দিয়ে ওয়াকি-টকি দেখিয়ে থামতে বলে। গাড়ির চালক খোরশেদ আলম (৩৮) ট্রাকটি থামালে ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে চালক শ্রীনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে অভিযানে নামে পুলিশ। ২ দফায় ৬ জনকে গ্রেপ্তার করে ও লুণ্ঠিত ট্রাক ও ১৪ ব্যারেল তেল উদ্ধার করে।

গ্রেপ্তাররা হলেন— নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার পেচিয়া গ্রামের জহুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৪১), বরগুনা জেলার তালতলী উপজেলার নিজড়ার চর এলাকার হযরত আলীর পুত্র চান মিয়া (৫৪), নরসিংদী জেলার পাড়াতলী এলাকার শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখের গাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে আজিজুল ইসলাম(৩২), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৪৯), কুমিল্লা জেলার হোমনা উপজেলার কামাল মিয়ার ছেলে রাজু মিয়া (৪১)।

তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন মুন্সী জানান, গ্রেপ্তারদের বুধবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।