এক দিনে ২০ হাজার ৮০০ কোটি ডলার হারালেন মাস্ক, জাকারবার্গ, বেজোসরা

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক আরোপ বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। এর ফলে এক দিনে বিশ্বের শীর্ষ ৫০০ ধনকুবেরের সম্মিলিত সম্পদ কমে গেছে ২০ হাজার ৮০০ কোটি ডলার। খবর দ্য ইকোনমিক টাইমসের।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, ১৩ বছরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ দৈনিক ক্ষতি। কোভিড-১৯ মহামারির পর এত বড় ধস আর দেখা যায়নি।

এই সূচকে অন্তর্ভুক্ত ব্যবসায়ীদের মধ্যে অর্ধেকের বেশি ব্যক্তির সম্পদ এদিন গড়পড়তায় ৩ দশমিক ৩ শতাংশ হারে কমেছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তাদের ওপর।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলা প্রধান ইলন মাস্ক—তিনজনেই এক দিনে বড় অঙ্কের সম্পদ হারিয়েছেন।

মেটার শেয়ারের দর ৯ শতাংশ পড়ে যাওয়ায় জাকারবার্গ এক দিনে ১ হাজার ৭৯০ কোটি ডলার হারিয়েছেন, যা তার মোট সম্পদের ৯ শতাংশ। একইভাবে, অ্যামাজনের শেয়ারের বড় পতনে বেজোসের সম্পদ কমেছে ১ হাজার ৫৯০ কোটি ডলার।

টেসলার শেয়ারের দরপতনে ইলন মাস্ক এক দিনে হারিয়েছেন ১ হাজার ১০০ কোটি ডলার। বছরের শুরু থেকে এখন পর্যন্ত তিনি মোট ১১ হাজার কোটি ডলার হারিয়েছেন, যার পেছনে রয়েছে পণ্য সরবরাহে সমস্যা এবং ট্রাম্প প্রশাসনে তার বিতর্কিত ভূমিকা।

এই বিপর্যয়ের বাইরে থেকেছেন মেক্সিকোর শীর্ষ ধনী কার্লোস স্লিম। ট্রাম্প সম্প্রতি যেসব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন, মেক্সিকো তার মধ্যে ছিল না। এর ফলে মেক্সিকান শেয়ারবাজারে সূচক বেড়েছে ০.৫ শতাংশ এবং এক দিনে স্লিমের সম্পদ বেড়েছে ৮ হাজার ৫০০ কোটি ডলার বা ৪ শতাংশ।

ব্লুমবার্গের তালিকায় থাকা মধ্যপ্রাচ্যের ধনীরা একমাত্র ব্যতিক্রম, যাদের সম্পদে এদিন কোনো ক্ষতি হয়নি।

এদিকে, ব্যবহৃত গাড়ি বিক্রির প্ল্যাটফর্ম কারভানার সিইও আর্নেস্ট গার্সিয়া হারিয়েছেন ১৪০ কোটি ডলার, কোম্পানির শেয়ারদর ২০ শতাংশ পড়ে যাওয়ায়।

কানাডার ই-কমার্স প্ল্যাটফর্ম সপিফাইয়ের সিইও টোবিয়াস লুটকা এক দিনে ১৫০ কোটি ডলার হারিয়েছেন, যা তার মোট সম্পদের ১৭ শতাংশ।

ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ওপর সব পণ্যে ২০ শতাংশ ফ্ল্যাট শুল্ক আরোপের পর ফ্রান্সের বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর শেয়ার পড়েছে। এর ফলে ইউরোপের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট এক দিনে ৬০০ কোটি ডলার হারিয়েছেন।

চীনের হুয়াই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা ঝ্যাং সুংওয়ানের সম্পদ থেকেও ১২০ কোটি ডলার উধাও হয়েছে। ট্রাম্প চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করায় তার কোম্পানির শেয়ারের বড় পতন হয়েছে।

শুল্কের এই প্রভাব যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপরও পড়েছে। শেয়ারের দরপতন দেখা দিয়েছে সেসব কোম্পানির ক্ষেত্রেও।

ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতি বিশ্ব অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।