এনসিএলে তামিমদের বিদায়, আশা জিইয়ে রাখল খুলনা

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

চার ম্যাচ খেলে আগেই এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছেড়েছিলেন তামিম ইকবাল। এরপর অনেকটা টেনেটুনে সুপার ফোরে ওঠে তার দল চট্টগ্রাম বিভাগ। কিন্তু সেখানেই শেষ, খুলনা বিভাগের কাছে হেরে আজ (শনিবার) ইয়াসির আলি রাব্বি নেতৃত্বাধীন চট্টগ্রাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। প্রথম ইনিংসে ব্যাট করা খুলনার পুঁজি ছিল ১৪৬ রানের, যা তাড়া করতে নেমে ৭ রানে হেরেছে চট্টগ্রাম।

নুরুল হাসান সোহান প্রায় শেষ পর্যন্ত টিকে থেকে খুলনাকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন। একপ্রান্ত আগলে রেখে এই কাপ্তান ৩৯ বলে ৬টি চার ও ২ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৫২ রান করেন। এ ছাড়া আর কেউ বলার মতো রান না পাওয়ায় নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই ১৪৬ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আহমেদ শরিফ, এ ছাড়া ফাহাদ হোসেন ৩ এবং ইরফান হোসেন একটি উইকেট শিকার করেছেন।

১৪৭ রানের লক্ষ্য তাড়ায় ধীরগতির শুরুর পর ১১ রানেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় চট্টগ্রাম। ৯ বলে ৮ রান করেন জাতীয় দলের এই ব্যাটার। পরবর্তীতে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪২ রান নিতেই চট্টগ্রাম বিভাগ ২ উইকেট হারায়। অল্প সময়ের ব্যবধানে ফেরেন সাদিকুর রহমান (১১) ও মুমিনুল হক (৮)। মাঝে শাহাদাত হোসেন দীপু ১৪ বলে ২টি চার ও এক ছক্কায় ২১ রান করেন। ইরফান শুক্কুরও আউট হয়ে যান ৭ রানে।শেষদিকে ইয়াসির রাব্বি ও নাঈম হাসান জয়ের পথে ছুটলেও ২০ ওভার শেষে তারা ১৩৯ রান তুলতে সক্ষম হয়। রাব্বি আউট হয়েছেন ২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করে। এ ছাড়া নাঈম সমান বল ও বাউন্ডারি খেলে ৩৪ রান করেন। বিপরীতে খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মাসুম খান টুটুল ও মেহেদি হাসান রানা। তবে ফাইনালে উঠতে হলে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গেও জিততে হবে খুলনাকে।