এবারই প্রথম ১২ কোটি ভোটারের তথ্য যাচাই হবে : ইসি সানাউল্লাহ

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নের ঊর্ধ্বে রাখতে টোটাল ভোটার তালিকা যাচাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে যাচাইকৃত ১২ কোটি ভোটারের তথ্য প্রকাশ করা হবে। শুধু মাত্র হালনাগাদে যেই ১৮ যুক্ত হয়েছে তাদের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

২০০৯ সাল থেকে যারা ভোটার হয়েছেন তাদের তথ্য যাচাই করবেন কিনা এমন প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, পুরো ভোটার তালিকা প্রকাশিত হবে। ১২ কোটিরই ভোটার তালিকা প্রকাশিত হবে। এ বছর যেটা হালনাগাদ হচ্ছে, সেটা যদি কেউ দেখতে চায় সেটাও হবে এবং পূর্বেরটাও হবে। পুরো ভোটার তালিকাই প্রকাশিত হবে। তবে পুরো ভোটার তালিকা থাকবে আমাদের হাতে। আর ১৮ লাখ ভোটারের তালিকা থাকবে প্রকাশিত।

বিস্তারিত আসছে…