এবার কেমন দল হলো আবাহনীর?

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

নতুন বছর নতুন মৌসুম নতুন ক্রিকেটার দিয়েই শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিন জন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। দায়িত্ব পেয়েই এগিয়ে চলেছেন দল গঠনে।

তবে এক বছর আগেই যে দাপট ছিল আবাহনীর, সেটি এখন আর নেই। রাজনৈতিক পট পরিবর্তনে পাশার দান উল্টে গেছে। ইসমাইল হায়দার মল্লিকরা চাইলে জাতীয় দলের সব ক্রিকেটারকে খেলতে হতো দলটিতে। মল্লিকরা ক্ষমতা হারানোয় এবার আর সেটি হচ্ছে না। বিগত ১০ বছর ঢাকার ক্রিকেটে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এই ক্লাবটির কর্মকর্তাদের। ইচ্ছা হলে পুরো নিয়ম পাল্টে দিতেন তারা। একজন করে বিদেশি খেলার যে নিয়ম ছিল, গত মৌসুমে তাও বাতিল করে দেয় আবাহনী চাওয়ায়।

আওয়ামী লীগের পতনে আবাহনী দুর্বল হলেও প্রিমিয়ার লিগে বিদেশি খেলানোর নিয়ম ফিরছে না। এ বছরও সম্পূর্ণ দেশি ক্রিকেটার নিয়ে হবে লিগের খেলা। সে কারণে আর্থিকভাবে সচ্ছল ক্লাবগুলো ঘর গোছাতে শুরু করেছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীতে তারকা ক্রিকেটার নেই, তা নয়। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, নাহিদ রানা, রিপন মণ্ডল, শেখ মেহেদিকে নিশ্চিত করার খবর জানান আবাহনীর নতুন কোচ হান্নান সরকার। বিগত বছরগুলোতে হান্নানের জায়গায় ছিলেন খালেদ মাহমুদ সুজন।

আরও কয়েকটি ক্লাব চ্যাম্পিয়ন দল বানাতে চেষ্টা করছে। কোচ তালহা যুবায়েরের নেতৃত্বে বড় দল বানাচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক খুলনা টাইগার্সের নাঈম শেখ, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন, হাসান মুরাদ, খালেদ আহমেদ, নাজমুল হোসেন অপু, আরাফাত সানিকে দলে নিয়েছে তারা।

লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদি, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামের মতো আন্তর্জাতিক ক্রিকেটার। কোচ রাজিন সালেহর নেতৃত্বে অগ্রণী ব্যাংকও ভালো দল গড়তে চেষ্টা করছে। তবে লিগে টিকে থাকার জন্য দল বানাচ্ছে শাইনপুকুর ক্রিকেটার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন।

ক্রিকেটারদের দলে টানলেও দলবদল না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) থেকে জানা গেছে, ২১ ও ২২ ফেব্রুয়ারি দলবদল অনুষ্ঠিত হবে। লিগের খেলা মাঠে গড়াবে ৩ মার্চ থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে হবে খেলা। ৮ ফেব্রুয়ারি ক্লাবগুলোর সঙ্গে সিসিডিএম সভায় এ সিদ্ধান্ত হয়। অর্থাৎ বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই লিস্ট-এ ক্রিকেট শুরু হবে।