এবার সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত স্ত্রী আহত

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:

রাজধানীতে এবার সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। গুরুতর আহত নিহতের স্ত্রী জাকিয়া আক্তারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ নিহতের লাশ মর্গে পাঠিয়েছে। নিহতের নাম- মতিউর রহমান (৪৫)। আজ শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় নিউজ পোস্ট বিডিকে এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায, আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মতিউর রহমানের মৃত্যু হয়।

আহত দম্পতিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী খাদিজা আক্তার নিউজ পোস্ট বিডিকে বলেন, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন  ওই দম্পতি। এসময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর তাদের আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

নিহত মতিউর রহমানের স্ত্রী জাকিয়া আক্তার নিউজ পোস্ট বিডিকে বলেন, আমার স্বামী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ডেমরার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে আমার চাকরির ইন্টারভিউ ছিল। সেই উদ্দেশে আমার স্বামীর মোটরসাইকেলে চড়ে আমরা হানিফ ফ্লাইওভার হয়ে সেখানে যাচ্ছিলাম। এসময় একটি বেপরোয়া গতির  সিএনজিচালিত অটোরিকশা আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আমরা গুরুতর আহত হই। পরে এক পথচারী আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে  আমার স্বামীর মৃত্যু হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিউজ পোস্ট বিডিকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ ও চালককে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।