নিজস্ব প্রতিবেদক:
ধর্ম মন্ত্রণালয় এবার আগামী বছরের জন্য ইতোমধ্যে দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। তবে ৪৫ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা বেশিতে পাল্টা পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছেন বেসরকারি হজ এজেন্সির মালিকরা।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২৫ ঘোষণা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সম্প্রতি সরকার ঘোষিত দুই প্যাকেজের দাম ধরা হয়েছে যথাক্রমে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। আর বেসরকারি এজেন্সি মালিকদের দুই প্যাকেজের মধ্যে ‘সাধারণ প্যাকেজ’ ৫ লাখ ২৩ হাজার টাকা আর ‘বিশেষ প্যাকেজ’ ৬ লাখ ৯৯ হাজার টাকা ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে হাবের সাবেক মহাসচিব ফারুক আহমেদ সরদার দাবি করেন, হাজিদের সুবিধার্থে আমরা দুটি প্যাকেজ ঘোষণা করছি। এর মধ্যে একটি সাধারণ, অন্যটি বিশেষ। প্যাকেজে সেবার মান উন্নত করা হয়েছে। সবার সামর্থ্যের মধ্যে রেখেই সাধারণ প্যাকেজের দাম ধরা হয়েছে।
তিনি বলেন, এই প্যাকেজে সৌদি অংশের খরচ ধরা হয়েছে ৩ লাখ ৩৮ হাজার টাকা। এর মধ্যে থাকবে মক্কা-মদিনায় বাসা ভাড়া, জমজম পানি, সার্ভিস চার্জ, খাওয়া খরচ ইত্যাদি। আর বাংলাদেশ অংশের খরচ ধরা হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে রয়েছে বিমানভাড়া ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি ও হজ গাইড ফি।
ফারুক আহমেদ বলেন, সাধারণ প্যাকেজে থাকবে হজ ভিসা ও সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, মক্কায় মসজিদুল হারামের বাইরের চত্বর থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে মারকাজিয়া এরিয়ার বাইরে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল বা বাড়ি। তাছাড়া কম-বেশি ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন গাইড থাকবেন। সৌদি আরবে সর্বনিম্ন ৩০ দিন ও সর্বোচ্চ ৪৮ দিন অবস্থান করা যাবে। ন্যূনতম ৩ লাখ টাকা জমা দিয়ে নিবন্ধিত হতে পারবেন।