এমনকি পুলিশের ড্রেস পরেও আক্রমণ করে: চট্টগ্রামে নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

কোটা সংস্কার নিয়ে যখন শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হয়েছিল, তখনই ঢাকা শহরে অগ্নিসন্ত্রাস, তাণ্ডব ও জঙ্গি হামলার ঘটনা ঘটল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার যখন আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য সংলাপের অনুরোধ জানায়, তখন বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এমনকি পুলিশের ড্রেস পরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরেও সেদিন নিরীহ ছাত্রদের আক্রমণ করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দোষ চাপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর চত্বরে বন্দরে কর্মরত শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সময় এই কথা বলেন।

এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কোটা সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীরা পণ্য খালাস করতে না পারলেও কনটেইনার রাখার বাড়তি ভাড়া দিতে হবে। এ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানতে চান সাংবাদিকেরা। এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনার সময় পণ্য খালাস করতে না পারায় ৫০০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতির কারণে পণ্য খালাস করতে না পারার সঠিক তথ্যপ্রমাণ দিলে তা বিবেচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন। এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই বলে জানান তিনি।প