এলাকার বাইরে অভিযান, ডিবি পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

বরিশাল প্রতিনিধি:

 

নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অভিযান করায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আউয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে গত শনিবার তাকে বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযানে আটক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা রেখে ছেড়ে দেওয়ার অভিযোগ থাকলেও প্রাথমিক তদন্তে সেটা প্রমাণিত হয়নি।

বরখাস্তের খবর বুধবার জানাজানি হলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের আরও তদন্ত করছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার রিয়াজ হোসেন। ওই তদন্ত রিপোর্টেল ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, মহানগরের বাইরের উপজেলাগুলো জেলা গোয়েন্দা পুলিশের আওতাধীন। অভিযুক্ত আউয়াল মহানগরের বাইরের এলাকা গৌরনদীতে গত ২৬ মার্চ অভিযানে যান। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানের স্ত্রীকে ইয়াবাসহ আটক করেন। পরে ইয়াবা ও নগদ ৭৪ হাজার টাকা রেখে মিজানের স্ত্রীকে ছেড়ে দেন। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। সহকারী পুলিশ কমিশনার রিয়াজ হোসেনের তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত এএসআই আউয়ালকে বরখাস্ত করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগীর হোসেন জানান, আউয়াল নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অভিযান করায় তার বিরুদ্ধে তদন্ত হয়। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ইয়াবা ও নগদ টাকা রেখে আটক নারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়নি।