বিনোদন ডেস্ক:
আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের ভাবীর চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন। এরপর তাকে দেখা গেছে কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমাতেও। সেখানে পুলিশের তদন্ত কর্মকর্তার চরিত্রে চমৎকার অভিনয় করে নজর কেড়েছেন তিনি। বলছি অভিনেত্রী এলিনা শাম্মীর কথা।
বেশ ব্যস্ততায় মুখর একটি বছর কাটিয়েছেন অভিনেত্রী। আসছে বছরটাও তার কাটবে নানামুখী কাজে মগ্ন থেকে। যার শুরুটা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে ছবি মুক্তির মধ্য দিয়ে।
৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে তানভীর হাসান পরিচালিত সিনেমা ‘মধ্যবিত্ত’। এই সিনেমার গল্প এগিয়েছে রানু নামের এক মেয়ের সুখ দুঃখ ভালোলাগা মন্দলাগা নিয়ে। সেই রানু চরিত্রেই পর্দায় হাজির হবেন এলিনা শাম্মী। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘এটা খুব আনন্দের ব্যাপার যে বছরের প্রথম মুক্তি পাওয়া ছবিটিতে আমি আছি। সেই ভালো লাগায় বাড়তি আনন্দ হলো যে ‘মধ্যবিত্ত’ ছবিটি মুক্তি পাচ্ছে তার প্রধান চরিত্রে আমি অভিনয় করেছি। ছবিটি দর্শক কীভাবে গ্রহণ করবেন সে নিয়ে অনেক চাপ আছে, চ্যালেঞ্জও আছে অবশ্য।’
‘অনেক কষ্ট করেছি, শ্রম দিয়েছি রানু চরিত্রটি ফুটিয়ে তুলতে। পরিচালকও অনেক কষ্ট করেছেন পুরো সিনেমাটিকে নিজের মতো করে পর্দায় তুলে আনতে। সুন্দর একটা টিমের সঙ্গে কাজ করেছি। আমরা সবাই আশাবাদী ‘মধ্যবিত্ত’ নিয়ে। কারণ এই সিনেমা আমাদের যাপিত জীবনেরই গল্প। যে কারণে আমার মনে হয় সবারই সিনেমাটি হলে গিয়ে উপভোগ করা উচিত’- যোগ করেন এলিনা শাম্মী।
এই অভিনেত্রী এরমধ্যে শেষ করেছেন অপূর্ব রানার ‘জলরং’, সৈয়দ সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ সিনেমাগুলোর কাজ। এই তিনটি সিনেমাতেই শাম্মী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। জাহিদ হোসেন পরিচালিত ‘লীলামন্থন’ সিনেমাতেও কাজ করছেন তিনি। এসব ছবির উপর ভর করে ২০২৫ সালটা বেশ জমজমাট কাটবে বলে প্রত্যাশায় এলিনা শাম্মী।