এশিয়ান ক্লিয়ারিংকে এক দশমিক ২৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সেলিনা আক্তার :
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় ১২৭ কোটি ডলার বা এক দশমিক ২৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এর ফলে মঙ্গলবার (৯ জানুয়ারি) দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৪ বিলিয়ন ডলার। এর আগে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিন শেষে রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার আকুর দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে (গ্রস) ২৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি মতে, (বিপিএম৬ অনুযায়ী) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ দশমিক ৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক এটাকেই নেট রিজার্ভ বলে থাকে।
এর আগে গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আর নেট রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।