সাজ্জাদ হোসেন:
চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (৭ জুলাই) পর্যন্ত মোট ৫৩টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৯ হাজার ৭৮৫ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৩টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৩টি। আজ শুক্রবার (৭ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৪৫তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।
পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ইন্তেকাল করেছেন ৮৭ জন হজযাত্রী/হাজি। তাদের মধ্যে পুরুষ ৬৭ জন, নারী ২০ জন। মক্কায় মারা গেছেন ৭১ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন, আরাফায় দুইজন ও মুজদালিফায় একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছর গত ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।