এ বছর ঈদুল আজহা কোন দেশে কবে পালিত হবে?

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪

ইসলামিক ডেস্ক:

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুটি— ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এটি দ্বিতীয় উৎসব। এ উৎসবটি কোরবানির ঈদ নামেও পরিচিত। এ দিন ফজরের নামাজের পর দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করা হয় ঈদগাহে গিয়ে। এরপর আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবান করা হয়।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা পালিত হয়।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন রোববার ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন। সৌদি আরব ছাড়াও মিসর, অস্ট্রেলিয়াতেও ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
তবে সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেলেও সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে শনিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদযাপিত হবে। তার মানে হলো এই দুই দেশে আগামী ১৭ জুন ঈদ হবে।

এই দুই দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রুনেই, কানাডা, মালয়েশিয়াতেও ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। তবে নিউজিল্যান্ডে শুক্রবারও জিলহজের চাঁদ না দেখতে পাওয়ায় ১৮ জুন ঈদুল আজহার তারিখ ষোষণা করা হয়েছে।
অপরদিকে বাংলাদেশ, পাকিস্তানে ১৭ জুন ঈদুল আজহা পালিত হবে। একই দিনে ঈদ পালন করবে কাতার, ইন্দোনেশিয়া, ইরান, মরক্কো ও ঘানা।