ওপেনিংয়ে ভালো শুরুর পরই ধস

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার ৫৩ রানের জুটি গড়েন। পরে ৫ রান যোগ হতেই ফিরেছেন সৌম্য সরকার, তানজিদ তামিম ও জাকির হাসান। এরপর আউট হয়েছেন তাওহীদ হৃদয়ও।

বাংলাদেশ ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মেহেদী মিরাজ ১৭ রান করেছেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ। সৌম্য সরকার ২৩ বলে ২৪ রান করে আউট হয়েছেন। তানজিদ ১৯ করে ফিরেছেন। জাকির ৪ করে রান আউট হয়েছেন।
ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত ইনজুরিতে পড়ায় তাকে নেতৃত্বভার দেওয়া হয়েছে। শান্তর জায়গায় ব্যাটিং অর্ডারে এসেছেন জাকির হাসান। তাসকিনকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে নাহিদ রানাকে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির হাসান, মেহেদী মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদী, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, আল্লাহ গজনফর, নাঙ্গিয়ালি করোটি, ফখর জামান।