
বিনোদন ডেস্ক:
হলিউডের জনপ্রিয় নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর পরিচালনায় ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। অস্কারজয়ী এই চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্র্যাড পিট জিতেছিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। সেই সিনেমার সিকুয়েল এবার নির্মাণ হতে যাচ্ছে—এবং তাতে আবারও ফিরছেন ব্র্যাড পিট।
বিশ্ববিখ্যাত বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, নতুন এই ছবির পরিচালনায় থাকছেন না টারান্টিনো। বরং সিকুয়েলের পরিচালকের দায়িত্বে থাকবেন আরেক নামজাদা পরিচালক ডেভিড ফিঞ্চার। তবে টারান্টিনো পুরোপুরি বাদ যাচ্ছেন না; তিনি থাকছেন কেবল চিত্রনাট্যকার হিসেবে।
সিকুয়েলে আগের সিনেমার ‘ক্লিফ বুথ’ চরিত্রে আবার অভিনয় করবেন ব্র্যাড পিট। মূল সিনেমাটিতে তার এই স্ট্যান্টম্যান চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল এবং তাকে এনে দিয়েছিল অস্কার। তবে প্রথম ছবির অপর দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং মার্গো রবি এই কিস্তিতে থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
এই সিকুয়েলকে বলা হচ্ছে সমসাময়িক সময়ের অন্যতম ব্যতিক্রমধর্মী প্রজেক্ট। এর পেছনে রয়েছে পরিচালকের বড়সড় পরিবর্তন, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এবং ভিন্ন ধরনের মুক্তির কৌশল। প্রথম সিনেমাটি তৈরি হয়েছিল সনি পিকচার্সের ব্যানারে। কিন্তু টারান্টিনো ছবির স্বত্ব নিজের কাছেই রেখেছিলেন। ফলে সিকুয়েলটি তিনি এবার তৈরি করছেন নেটফ্লিক্সের সঙ্গে, যা সরাসরি মুক্তি পাবে ওটিটিতে—সিনেমা হলে নয়।
ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন টারান্টিনো তার দশম ও শেষ চলচ্চিত্রের জন্য গল্প খুঁজছিলেন। প্রাথমিকভাবে তিনি ‘দ্য মুভি ক্রিটিক’ নামে একটি প্রজেক্টে কাজ শুরু করেছিলেন, যেখানে ব্র্যাড পিটকেই নেয়ার পরিকল্পনা ছিল। পরে সেই প্রজেক্ট বাতিল করা হয়। ধারণা করা হচ্ছে, বাতিল হওয়া সেই চিত্রনাট্যই নতুন করে রূপ পাচ্ছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর সিকুয়েলে।
গল্পটি গড়ে উঠেছে ১৯৭০-এর দশকে, যেখানে ব্র্যাড পিট অভিনয় করবেন এক চলচ্চিত্র সমালোচকের চরিত্রে, যে একটি পর্নোগ্রাফি ম্যাগাজিনে লেখালেখি করে।
এই সিনেমার মাধ্যমে বহুদিন পর আবারো এক হচ্ছেন ব্র্যাড পিট ও ডেভিড ফিঞ্চার। তারা একসঙ্গে এর আগেও কাজ করেছেন ‘সেভেন’, ‘ফাইট ক্লাব’ এবং অস্কারজয়ী ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে। ফলে, সিনেমাপ্রেমীদের কাছে এই প্রজেক্ট নিয়ে প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি।