ওয়ারীতে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

আমিনুল ইসলাম বাবু :

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধের মধ্যে আনোয়ার (২১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দু’জনে। আজ মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম নিউজ পোস্ট বিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এর আগে গত (১২ জুন) সোমবার বিকেলে ডিপিডিসি র শ্রমিক মো: সোহেল মারা যান। তার শরীরে ২২% শতাংশ দগ্ধ হয়েছিল। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।গত মঙ্গলবার দিবাগত রাত (৭ জুন) আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডে রাস্তায় ঐ দূর্ঘটনাটি ঘটে । গ্যাস লাইন থেকে আগুন লেগে যায়। এতে ডিপিডিসি’র শ্রমিক ও মামুন বিল্ডার্সে লোকজন কাজ করছিলেন।

নিহত যুবক ছিলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রামপুর গ্রামের নুরুল ইসলাম এর ছেলে।

চিকিৎসাধীন বাকি দগ্ধরা হচ্ছেন, নিরাপত্তা কর্মী মো: হেলাল (৪০), তার ১০% শতাংশ, আব্দুর রশিদ (৬৫) ৭% শতাংশ, মামুন বিল্ডার্সের প্রজেক্ট ইন্সপেক্টর মামুন (৫০) তার ১২ শতাংশ দগ্ধ হয়েছে।