ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ইউনিয়নের পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এদিন বিকেলে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইফতেকার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পুনট বাসস্ট্যান্ড এলাকাসহ সমগ্র পুনট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পুনট ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জনসাধারণের জানমাল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুনট বাসস্ট্যান্ড এলাকাসহ সমগ্র পুনট ইউনিয়ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, পুনট ইউনিয়ন বিএনপিতে বিভক্ত রয়েছে। এ কারণে পুনট ইউনিয়নে বিএনপির প্রধান কার্যালয় ছাড়াও আরও দুটি কার্যালয় রয়েছে। কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন পুনট ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কমিটি গঠনের জন্য রোববার প্রস্তুতি নেন। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে একতরফা পকেট কমিটি দেওয়া হবে বলে অভিযোগ তোলেন আরেকটি পক্ষ জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান ও তার লোকজন। তারা অগণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন যেন না করতে পারেন সেজন্য তা প্রতিহত করার ঘোষণা দেন। এ নিয়ে পুনট ইউনিয়নে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। আনিছুর রহমান ও তার লোকজন কালাই পৌর শহর থেকে দলবল নিয়ে পুনট অভিমুখে রওনা দেন।