ওয়ালটন-ক্র্যাব ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো এভারগ্রীন

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

ক্রীড়া প্রতিবেদক:
ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩ এর ফুটবল ডিসিপ্লিনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল এভারগ্রীন। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে অনুষ্ঠিত ফুটবলের ফাইনালে ডমিনেটর্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এভারগ্রীন। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মাহবুব আলম লাবলু। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান রানার্সআপ ডমিনেটর্সের সাব্বির মাহমুদ। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি তুলে দেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল।

এসময় উপস্থিত ছিলেন ক্র্যাব সহ-সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, আসাদুজ্জামান বিকু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন খোকন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা ।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া উৎসবের দিনব্যাপী ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৃষ্ঠোপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। প্রতিযোগিতায় ক্র্যাবের ১১টি দল অংশগ্রহণ করে। ফুটবল ডিসিপ্লিনের খেলা দিয়ে শেষ হলো এবারের ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৩ এর।