লালপুর (নাটোর) প্রতিনিধি:
হোয়াটসঅ্যাপে নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে সোহেল রানা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। লালপুর উপজেলার অমৃতপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা ওই গ্রামের মো. চান্দের আলীর ছেলে। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, আসামি হোয়াটসঅ্যাপে লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে উপজেলার অমৃতপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে আর্থিক সুবিধা ভোগ করার চেষ্টা করেন।
এসপি জানান, এ বিষয়ে ভুক্তভোগী লালপুর থানায় লিখিতভাবে অভিযোগ করলে পুলিশের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামির পরিচয় শনাক্ত করে। পরে গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার অমৃতপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোহেল রানা রোববার দুপুরে তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ছদ্মবেশে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ বলেন, আমার ছবি ব্যবহার করে সে বিভিন্ন স্থানে ব্যবহার করে হোয়াটস্অ্যাপের মাধ্যমে প্রতারণার চেষ্টা করে। এ কারণে তাকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।