কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের নতুন গান

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

বিনোদন ডেস্ক:

অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী তারান্নুম আফরীন নিয়মিত গানও করেন। তাই নামের পাশে সংগীতশিল্পী শব্দটিও বসেছে তার। তিনি এবার নতুন গান প্রকাশ করলেন। ‘আকাশের কেমন উদাসীনতা’ শিরোনামের গানটি প্রকাশের পর পরই হচ্ছে প্রশংসিত।

শরীক মুয়ীদের কথায় গানটির সুর-সংগীত করেছেন কলকাতার সৌরভ বাবাই। মিক্স মাস্টার করেছেন মাহবুব মিনেল।
গানটি নিয়ে তারান্নুম বলেন, আমার সব গানগুলো গতানুগতিক হয়ে যাচ্ছিল। তাই বিরতিটা ইচ্ছে করেই নেওয়া। এই ফাঁকে নিজের কণ্ঠের অনুশীলনও করেছি। সঙ্গে লিরিক পছন্দ হচ্ছিল না। আর প্রফেশনাল ব্যস্ততা তো আছেই। নতুন গানটি হঠাৎ করে চোখ আটকে যায় আর মনে হয় একদম আমার আর আর সব প্রবাসীর যাপিত জীবনের গল্প। এর পর সৌরভ বাবাই এর সুর আর সংগীত কথাগুলোকে অন্যরকম মাত্রা দিয়েছে। তাই গানটি অনেকই প্রশংসা করছেন।

গানটি শিল্পী তারান্নুম আফরীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এছাড়াও স্বাধীন মিউজিক অ্যাপ’সহ গ্লোবালী স্পটিফাই, আইটিউনসসহ বাকি সব প্লাটফর্মেও গানটি পাওয়া যাবে।