আপনি জানেন কি, কন্টেন্ট ক্রিয়েটরদের মেটা দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

প্রযুক্তি ডেস্ক:

ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটররা পান আয়ের সুযোগ। সম্প্রতি মেটা ইয়ার অ্যান্ড বোনাসেও দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ। মেটার অধীনে থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আয়ের সুযোগ পাবে। ৩৫টি দেশে মিলছে বাড়তি আয়ের সুযোগ।
প্রথমেই আসবে ইনস্টাগ্রাম৷ এই সামাজিক যোগাযোগমাধ্যমে ইনভাইট অনলি বোনাসের মাধ্যমে আয় করা যাবে। ক্রিয়েটররা সৃজনশীল কন্টেন্টের মাধ্যমে রিলস ও ফটো শেয়ার করে রিওয়ার্ড পাওয়া যাবে। প্রাথমিকভাবে কয়েকজনকে নির্বাচন করে এই রিওয়ার্ড দেওয়া হবে।
ফেসবুকেও রয়েছে আয়ের সুযোগ। ফেসবুকে স্টোরির মাধ্যমে রোল করা যাবে সাবস্ক্রিপশন। কয়েকদিনে ফলোয়ার অ্যাকাউন্টে তা রোল আউট করা হবে। ফ্যানদের ৩০ দিন ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগও দেওয়া হবে।

সবশেষে বিজ্ঞাপনেও অংশীদারিত্ব বাড়ার সুযোগ রয়েছে। ‘অ্যালাও ব্র‍্যান্ড পার্টনার টু বুস্ট’ দিয়েও আয় শেয়ার করা যাবে।