কর্মীর বাহুতে হাত রাখায় মন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

সহকর্মীর বাহুর ওপরের অংশে ‘হাত রাখার’ কারণে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। গত সপ্তাহে তিনি ওই সহকর্মীর বাহুতে হাত রাখেন। অনেকে এর কড়া সমালোচনা করেছেন এবং এটিকে বেইলির ‘কর্তৃত্বমূলক’ আচরণ বলে ব্যাখ্যা করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বেইলি বলেছেন, এই ঘটনার জন্য তিনি ‘গভীরভাবে দুঃখিত’। তবে তিনি দাবি করেছেন যে, এটি কোনো বিতর্ক ছিল না, বরং ‘উৎসাহী আলোচনা’ ছিল মাত্র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রু বেইলি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও নিউজিল্যান্ডের পার্লামেন্টে তার সদস্যপদ বহাল রয়েছে। বিবৃতিতে বেইলি আরও বলেছেন, আপনারা জানেন, মন্ত্রণালয়ে আমার দপ্তরে পরিবর্তন আনার জন্য অধৈর্য হয়ে পড়েছি।

বেইলি বলেন, ‘এক সহকর্মীর সঙ্গে গত সপ্তাহে কাজ নিয়ে আমার প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনা বেশ দীর্ঘ সময় গড়ায়। আলোচনার একপর্যায়ে আমি তার বাহুর ওপরের অংশে হাত রেখেছিলাম, যা ঠিক হয়নি।’

এরপর তিনি নিজে জানান, এই ঘটনায় তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে গত শুক্রবার বেইলি পদত্যাগ করেন।

এনিয়ে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এক সংবাদ সম্মেলনে বেইলির পদত্যাগের খবর জানান। তিনি বলেন, এক সহকর্মীর বাহুতে বেইলির হাত রাখার ঘটনা ঘটেছিল ১৮ ফেব্রুয়ারি।

সোমবার লুক্সন বলেছেন, সরকার এক সপ্তাহের মধ্যে ‘বেশ দ্রুত’ এবং ‘যথেষ্ট ভালো’ পদক্ষেপ নিয়েছে। বেইলিকে মন্ত্রিসভায় অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে কিনা- এমনপ্রশ্নের জবাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘কক্ষনো না’।