কলাপাড়ায় ধর্ষণের শিকার শিশু, ঘটনা ধামাচাপার চেষ্টা

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে শনিবার বিকেলে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, একই এলাকার একটি মাছের ঘেরে কর্মরত কাশেম নামের এক শ্রমিক শিশুটির সর্বনাশ করেছে। তার বাড়ি উপজেলার মহিপুর গ্রামে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার এস আই রফিকুল ইসলাম।

শিশুর মামা ফারুক গাজী জানান, আমরা মেয়েটির চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। থানায় বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক নূর আহম্মেদ সাঈদ জানান, শিশুটির অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।

একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় প্রভাবশালী মহল ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করেছে। এ জন্য শিশুটিকে হাসপাতালে নিতে গড়িমসি হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে শিশুর পরিবার থানায় এখনও লিখিত অভিযোগ দেয়নি।