কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের হোটেল সি প্যালেসে সম্প্রতি কাজী ফার্মসের ২৮তম এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের এমডি কাজী জাহেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ রেজাউল হক।
বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ড. বেগম শামসুন্নাহার আহম্মদ ও পরিচালক (হিসাব ও বাজেট) ড. এবিএম সাইফুজ্জামান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
সম্মেলনে কাজী ফার্মসের ১৬০০ পরিবেশক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করছেন।
সম্মেলনে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, ডিমসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরমারদের পুরস্কার তুলে দেওয়া হয়।
কাজী ফার্মসের ভাষ্য, পরিবেশকদের অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এই ইভেন্টের মাধ্যমে কাজী ফার্মস তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং একসঙ্গে আরও বৃহৎ লক্ষ্যে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছে।
কাজী ফার্মস মনে করছে, এই ইভেন্ট কেবল কাজী ফার্মসের এজেন্টদের অর্জন উদযাপন করছে না, বরং একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যতের জন্য কোম্পানির লক্ষ্যকেও শক্তিশালী করছে।