নিজস্ব প্রতিবেদক:
ছয় দিন বন্ধ থাকার পর কোটালীপাড়া থানার কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার (১২ জুলাই) সকালে পুলিশ সদস্য়রা থানায় হাজিরা দিয়েছেন। দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
পুলিশের কর্মক্ষেত্রে যোগদানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাকিম খলিফা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, সাংগঠনিক সম্পাদক মাসুদ তালুকদার, যুবদল নেতা মিরাজ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনাটে। এ সব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করা হয়। অন্তর্র্বতীকালীন সরকার দাবিগুলো মেনে নেওয়ায় আশ্বাস দিলে পুলিশ বাহিনী কাজে যোগদান করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম জানান, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। জনগণ সহযোগিতা করলে দেশের শৃংখলা বজায় রাখতে আমরা কাজ করে যাব।