কাজ না করে বেতন নেওয়ার অভিযোগে ফরিদপুর পৌরসভার ৯৯ কর্মী ছাঁটাই
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ফরিদপুর প্রতিনিধি:
মাস্টার রোলে নিয়োগ পাওয়া ৯৯ কর্মচারী দীর্ঘদিন ফরিদপুর পৌরসভায় অনুপস্থিত থাকায় তাদেরকে অব্যাহতি দিয়েছে পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোনো কাজ না করে প্রতি মাসে তারা বেতন নিতেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর পৌরসভার প্রশাসক স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম এক সভায় এ সিদ্ধান্ত নেন।
এর আগে মাস্টার রোলে কর্মরত প্রত্যেক কর্মচারীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় নিজ নিজ কাজের ক্ষেত্রে ওই ৯৯ জনকে অনুপস্থিত দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় ফরিদপুর পৌরসভা।
ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান জানান, ফরিদপুর পৌরসভায় মাস্টার রোলে কর্মরত মোট কর্মচারী রয়েছেন ৮৪৫ জন। ৯৯ জনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে মাস্টার রোলে কর্মরত কর্মচারীর সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে। অব্যাহতি দেওয়া কর্মচারীদের মাসিক বেতন ছিল তিন হাজার থেকে ছয় হাজার টাকা।
এই প্রসঙ্গে ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষক গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, মাস্টার রোলে কাজ করা এই কর্মচারীদের কর্মক্ষেত্রে উপস্থিত না পাওয়ায় পৌর প্রশাসক এ সিদ্ধান্ত নিয়েছেন।