সিলেট প্রতিনিধি:
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সকালে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে এ প্রাণহানির ঘটনা ঘটে।নিহতরা হলেন-সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ আলী। এ ঘটনায় জুনেদ আহমেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি আমরপুর গ্রামে।
মঙ্গলবার (১ অক্টোবর) ঝিঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, কাতারে একটি মেসে ফারুক আহমদ, মোহাম্মদ আলী ও জুনেদ আহমদ একসঙ্গে থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান। গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জুনেদ আহমেদ।