কানাডার পণ্যের ওপর মার্কিন শুল্কারোপ স্থগিত

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

কানাডার পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত ১ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ওই শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্কারোপের আদেশ দেন তিনি। খবর রয়টার্সের।

প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রতিক্রিয়ায় পাল্টা ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্কারোপ করে কানাডা। এতে নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি জাস্টিন ট্রুডোর সঙ্গে ফোনালাপের আগ্রহ প্রকাশ করেন। সোমবার সকাল ও মধ্যাহ্নের পর কানাডার প্রধানমন্ত্রীকে দুই দফা ফোন করে শুল্কারোপ স্থগিত করেন।

জানা গেছে, শুল্ক ইস্যু ছাড়াও ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর কাছে সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য একাধিক প্রতিশ্রুতি চেয়েছেন।