কানাডার সাস্কাটুনে নির্মাণ হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

প্রবাস ডেস্ক রিপোর্টঃ 

কানাডার সাস্কাচুয়ান প্রদেশে সিটি মেয়র ও বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান বিকাশের সভাপতির মধ্যে সাস্কাটুনে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০১৭ সালে তৎকালীন সভাপতি জাকির হোসেন এবং ড. নুরুল আমিন চৌধুরীর চেষ্টায় এ যাত্রার সূচনা হয়।

পরে কানাডার স্থানীয় সময় শুক্রবার (১০ মে) কামনাশীষ দেব, শহীদুল খান সেতার, মো. আজাদ এবং খান আরিফ ওয়াহিদের মাধ্যমে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।সাস্কাটুনের কেনসিংটনের মেহনি পার্কে নির্মাণ হতে যাওয়া স্থায়ী শহীদ মিনারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৭৫ হাজার থেকে ১ লাখ কানাডিয়ান ডলার ব্যয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্লী‌ ক্লার্ক, কাউন্সিলার এডাম টিটেমোর, সিটি ক্লার্ক ডেভিড কির্টন, ফোক-ফেস্ট ২০২৪ এর প্যাভেলিয়ান ম্যানেজার ড. বনানী রায়, সব্যসাচী চৌধুরী এবং খান আরিফ ওয়াহিদ বক্তব্য রাখেন।এসময় খান আরিফ ওয়াহিদকে চেয়ার এবং মো. আজাদকে কো-চেয়ার, পুলক দাশ, মো. কামাল, শ্যামলী সাহা, জাকির হোসেন ও শহীদুল খানকে সদস্য করে সাব কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অর্থ সংগ্রহ থেকে শুরু করে কমিউনিটির সদস্যদের নিয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।আগামী ২০২৫ সালের মধ্যে এ শহীদ মিনারের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য কমিউনিটির সদস্যদের সহযোগিতা কামনা করেছেন সাব কমিটির সদস্যরা।