
বিনোদন ডেস্ক:
কানাডা সফরে যাচ্ছেন নন্দিত দুই কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও এলিটা করিম। সঙ্গে থাকছে দলছুট ব্যান্ডের সদস্যরা। কনসার্টের উদ্দেশ্যে তাদের এই কানাডা সফর। আগামী ১৯ এপ্রিল ক্যালগারিতে প্রথম কনসার্টে অংশ নেবেন এই দুই শিল্পী। এবার একে একে আরও তিনটি কনসার্ট করবেন তারা। পরবর্তী তিনটি কনসার্ট অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল টরন্টো, ২৭ এপ্রিল ভ্যানকুভার এবং ৩ মে হ্যালিফেক্সে।
ধারাবাহিক এই কনসার্টের আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশি সোসাইটি অব ক্যালগারি, এমএনসি এন্টারটেইনমেন্ট, ঢাকা ক্লাব ভ্যানকুভার, ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়া।
কানাডা সফর নিয়ে শিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার বলেন, ‘বাংলা গানের জন্য প্রবাসীরা কতটা তৃষিত থাকে, তা বোঝা যায় বিদেশ সফরে গেলে। তাই প্রবাসী বাঙালিদের আহ্বানে সাড়া দিতে কানাডায় ছুটে যাচ্ছি। সেখানে যে চারটি কনসার্টে অংশ নেব, চেষ্টা করব দর্শক-শ্রোতাদের প্রিয় গানগুলো শুনিয়ে তাদের তৃষ্ণা মেটানোর। কারণ সবকিছুর এটাই সত্যি, শ্রোতারাই হলো শিল্পী ও সংগীত জগতের বাসিন্দাদের পথচলার শক্তি, সাহস ও প্রেরণা।’
বাপ্পা মজুমদারের কথার সঙ্গে একমত পোষণ করেন শিল্পী এলিটা করিম নিজেও। তিনি আরও জানান, আগামী ১৬ তারিখ কানাডার উদ্দেশে ঢাকা ছাড়বেন। কনসার্ট পর্ব শেষ করে আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা আছে তাদের।
এদিকে স্টেজ শো ও টিভি আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাপ্পা মুজমদার ও এলিটা করিম। এবার ঈদে নিজস্ব ইউটিউব চ্যানেলে বাপ্পা প্রকাশ করেছেন নতুন একক গান। শিরোনাম ‘হয়তো কোনো একদিন’। এর কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই।
গানটি প্রকাশের পর স্বপ্ন সময়ে শ্রোতাদের মনোযোগ কেড়ে নিয়েছে। অন্যদিকে এলিটা শ্রোতা ও সংগীতবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন ‘চিনি দেড় চামচ’ শিরোনামে ইপি অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে। এই অ্যালবামের গান লিখেছেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সুর করেছেন রেনেসাঁ ব্যান্ডের নন্দিত শিল্পী ও সুরকার পিলু খান।