বিনোদন ডেস্ক রিপোর্টঃ
কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথমবারের মতো গ্ল্যামার লুক নিয়ে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সোমবার প্রথমবারের মতো কান উত্সবের লাল গালিচায় হাঁটলেন এ অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জ্যাকলিন ফার্নান্ডেজ তার ‘ইমি ইমি’ গানের জনপ্রিয়তার পর এবার কান উৎসবে সকলের নজর করলেন।এসময় তিনি একটি বিএমডব্লিউ গাড়িকে প্রমোট করেছেন। এদিন মিকেল ডি কউচারের ডিজাইনে ঝলমলে রোজ গোল্ড রঙের কাস্টম গাউনে যেন সহজেই স্পটলাইট কেড়ে নিয়েছেন জ্যাকলিন।
কানে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি ঠিক কতটা এক্সাইটেড। জ্যাকলিন বলেন যে, এত মর্যাদাপূর্ণ একটি রেড কার্পেটে হাঁটতে পারা ভাগ্যের বিষয় তার কাছে।এদিন তিনি আরও বলেন, ‘দারুণ লাগছে, এবং মর্যাদাপূর্ণ রেড কার্পেটে হাঁটা একটি সম্মানের বিষয় যেখানে অনেক কিংবদন্তি ইতিমধ্যেই হেঁটেছেন’।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে জ্যাকলিনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘তাকে দেখতে খুব সুন্দর ও ক্লাসি লাগছে’-‘হট জ্যাকি’। একজন মন্তব্য করেছেন, ‘ওহ বাহ গর্জিয়াস’।