কাপাসিয়ার চাঁদপুর বাজারে ভয়াবহ আগুনে অর্ধশত দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় একটি এজেন্ট ব্যাংকও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আজ শনিবার (৪ নভেম্বর) রাতে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

স্থানীয়রা জানায়, আজ শনিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাজারের সাধারণ ব্যবসায়ীসহ আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগেই আগুনের লেলিহান শিখায় মালামালসহ বাজারের অর্ধশতাধিক দোকানঘর পুড়ে গেছে। একইসঙ্গে একটি এজেন্ট ব্যাংকও পুড়ে গেছে।

এদিকে চাঁদপুর বাজারের ব্যবসায়ীরা নিউজ পোস্টকে জানান, আজ বিকেলে বাজারের একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে হঠাৎ আগুন লাগে। এরপরই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে একটি এজেন্ট ব্যাংকও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশে বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবরে প্রথমে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়ার যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।