কামরাঙ্গীরচরে ব্যাংকে আগুন: নিরাপত্তার্কমীসহ আহত ২

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:
রাজধানীর কামরাঙ্গীর চরের একটি ব্যাংকে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তাকর্মী জাহিদসহ দু’জন আহত হয়েছেন। গুরুতর আহত জাহিদকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। আজ রোববার (৪ জুন) দুপুরের দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি অনলাইন বাংলা নিউজ পোর্টাল নিউজ পোস্ট বিডি ডটকমকে নিশ্চিত করেছেন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের হাজারীবাগ স্টেশনের সিনিয়র অফিসার আব্দুস শহীদ।


প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার (৪ জুন) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে কামরাঙ্গীর চরের রসুলপুর ব্রিজ মার্কেটের এলহাম প্লাজার দোতলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে ব্যাংকে প্রবেশের সিঁড়িঘর ও ভেতরে ধোঁয়াচ্ছন্ন হয়ে আগুন জ্বলে উঠে। তখন ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা প্রাণ বাঁচাতে নিরাপদে আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে থাকে। এ সময় ব্যাংকের নিচতলায় থাকা মার্কেটের ব্যবসায়ী ও তৃতীয় তলা থেকে ১০ তলায় থাকা বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন আগুন নেভাতে গিয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মী জাহিদসহ দু’জন আহত হয়।

ব্যাংকের নিরাপত্তাকর্মী জাহিদ

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কামরাঙ্গীরচর থানা পুলিশের একাধিক টিম। তারা উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এরপরই হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুতের লোডশেডিং চলছিল। এরফলে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজস্ব জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু করে। কিন্তু জেনারেটরটি পুরনো ও ত্রুটি থাকায় চালুর পরই হঠাৎ আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে এই প্রতিবেদক দুপুর ১টা ০৩ মিনিটে ঘটনাস্থল সরেজমিন ঘুরে দেখতে পান ব্যাংকের প্রবেশ পথে আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা।

ব্যাংকের বিপরীত পাশেই এসআই সাইফুল, আসাদসহ থানা পুলিশের একাধিক টিম উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে চারপাশ ঘিরে রাখে। পাশের একটি বৈদ্যুতিক পোলে ইন্টারনেট কেবলের জঞ্জাল দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত ডিপিডিসি’র কামরাঙ্গীরচর অফিসের সহকারী প্রকৌশলী নাহিদুজ্জামান তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে পরে কথা বলবো।
এ ব্যাপারে রসুলপুর ব্রিজ মার্কেটের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাদল নিউজ পোস্ট বিডি ডটকমকে বলেন, ঘটনার পরপরই আমি ব্যক্তি উদ্যোগে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেই। আগুন নেভাতে গিয়ে এক বৃদ্ধ ব্যক্তি ও ব্যাংকের নিরাপত্তা কর্মী আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্রাঞ্চ ম্যানেজার মো. মিজানুর রহমান সাংবাদিক পরিচয় জানতে পেরে কোনো তথ্য দিতে রাজি হননি। তবে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারি বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্ট বিডি ডটকমকে বলেন, আগুনে জেনারেটরসহ প্রবেশপথের সিঁড়িতে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারা বলেন, আগুনে আহত আমাদের নিরাপত্তা কর্মী জাহিদকে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের হাজারীবাগ স্টেশনের সিনিয়র অফিসার আব্দুস শহীদ নিউজ পোস্ট বিডি ডটকমকে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এরপর প্রায় ১৫ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে জেনারেটর থেকে আগুন লাগার সুত্রপাত ঘটলেও ব্যাংকের ভেতর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।