বিনোদন ডেস্ক:
প্রশ্ন ছুড়ে দিয়ে প্রশ্নের উত্তর ব্যাখ্যা করেছেন ফারুকী। তার মতে, ‘প্রশ্ন আসতে পারে, জনগণ যদি ভুল লোককে নির্বাচিত করে? ভুল শক্তি সরকারে আসে? গরিষ্ঠের শাসন মানলে আপনাকে এটা মেনে নিতেই হবে। মেনে নিয়ে আপনি ভুল লোকের ভুল কাজের তীব্র সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন, আদালতে যাবেন! তাকে লাইনে রাখার জন্য যা যা করা দরকার সবই করবেন এবং পরের ভোটে ঠেকিয়ে দিবেন। এটার নামই গণতন্ত্র।’
‘আর তা না করে আপনি যদি মনে করেন আমরা আর আমার কতিপয় অনুসারীই দেশের ভালো কিসে হবে সেটা সবচেয়ে ভালো বুঝি, তাহলে আপনি আরেকটা হাসিনা হয়ে উঠার প্রক্রিয়ায় আছেন। কানে বাজে এখনো তার কথা, ‘আমার চেয়ে এই দেশের ভালো কে বেশি বোঝে?’ বলেন ফারুকী।
এর আগে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘এক দফা’ দাবীতে লাখো ছাত্র-জনতার জমায়েতের একটি ভিডিও শেয়ার করে ফারুকী লেখেন, ‘একটু জাস্ট স্মরণ করিয়ে দেয়ার জন্য রিশেয়ার করলাম। আমরা এখানে ছিলাম। এই রকম এক এবং অভিন্ন! সেখান থেকে কি একটু পিছলে যাচ্ছি? যদি যেয়ে থাকি, তাহলে গেছি তখনই যখন থেকে বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে কে কত বেশি পয়েন্ট কামানো যায় সেই কাজে নেমে পড়েছি। এখনও সময় আছে, আবার এক এবং অভিন্ন হওয়ার। খুব খেয়াল।