ইসলামিক ডেস্ক:
দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন।
উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাজি ‘আা ফা নি মিম্মাাব তালাকা বিহি ওয়া ফায যালানী ‘আলা কাসীরিন মিম্মান খলাক্বা তাফজিলা।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে সেই অবস্থা হইতে রক্ষা করেছেন যাতে তোমাকে লিপ্ত করেছেন এবং তিনি আমাকে তাহার অনেক মাখলুক হতে সম্মান দান করেছেন।
হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন,
রসুল সা. বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। (তিরমিজি ৩৩৮২)
হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না। (সহিহাহ ১৫৪, তিরমিজি ২১৩৯)