কাহালু পৌরসভার সাবেক মেয়র ও তার ছেলে গ্রেপ্তা‌র

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

বগুড়া প্রতিনিধি:

 

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুল হাসান সুরুজকে গ্রেপ্তা‌র করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাতে তাদের ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তা‌র করা হয়।

গ্রেপ্তা‌রের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার।

তিনি জানান, আটক বাবা-ছেলের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ ৫টি করে মামলা আছে।