নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সোহান (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান বন্দরের সালেহনগর এলাকার সালাম মোল্লার ছেলে। সোহান বন্দরে যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করতেন বলে জানান সালাম মোল্লা।
পুলিশ জানায়, সোহান বন্দরের রূপালী আবাসিক এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী সোহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা জানান, রূপালী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিটি কর্পোরেশনের স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিরের অনুসারী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি প্রতিপক্ষ কাজল গ্রুপের হামজুর ছেলের সঙ্গে পিংকী গ্রুপের সদস্য সোহানের ঝগড়া হয়। এর জের ধরে রোববার রাতে কাজল গ্রুপের সদস্যরা সোহানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় সোহানকে উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয় যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।