কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১ আহত ৪
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের নতুন বৌলাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোযাত্রী করিমগঞ্জের রাজকুন্তি এলাকার সুন্দর আলী (৫০)। এছাড়া আহত হয়েছেন সদর উপজেলার তেরহাসিয়া গ্রামের মরিয়ম আক্তার (৩০) ও মোটরসাইকেল আরোহী একই উপজেলার শোলাকিয়া এলাকার বায়েজিদসহ (২০) আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জের দিকে যাওয়া অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইলের সংঘর্ষে হতাহাতের ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। নিহত ব্যক্তির ময়না তদন্ত না করে মরদেহ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে।