মোঃ সাইফুল ইসলামঃ
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আটক আরও চার কুকি চিনের সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতসূত্রে জানা গেছে, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় আজ চার জনকে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।এ নিয়ে রুমা-থানচির একই ঘটনায় এই পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কোর্ট জিআরও বিশ্বজিৎ সিংহ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্য ও ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা এক গাড়িচালকসহ এর আগে মোট ৫৮ জনকে কারাগারে পাঠান আদালত।